সকাল ১০:২৬, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে তেল চুরি: দুই নৌযানসহ গ্রেপ্তার ৪ জন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে তেল চুরির সময় দুই নৌযানসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত চোরাই ভোজ্য তেলও উদ্ধার করা হয়।

রোবাবার ভোর সাড়ে চারটার দিকে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালান করে তাদের গ্রেপ্তার করে সদরঘাট নৌ থানা পুলিশ।

গ্রেপ্তার চার জন হলেন মো. রায়হান, বুলবুল আহম্মদ, মো. আব্দুল হক এবং ওহিদুর নবী।

পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের জন্য আমদানী করা  অপরিশোধিত ভোজ্য তেল বহনকারী অয়েল ট্যাংকার এমটি-বুলবুল থেকে তেল চুরি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এর প্রেক্ষিতে কর্ণফুলী নদীতে ডায়মন্ড সিমেন্ট ঘাটের অদূরে অভিযান চালিয়ে এমভি ওশান ভিউ নামের একটি লাইটার জাহাজ আটক করা হয়। ওই জাহাজের সামনের অংশের পানির ট্যাংক থেকে ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত ভোজ্য তেল উদ্ধার ও তেল চুরির সাথে জড়িত দুজনকে আটকে করে পুলিশ।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘এমভি ওশান ভিউ থেকে চোরাই তেলসহ দুজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে এমটি-বুলবুল নামের অয়েল ট্যাংকারটি জব্দ করা হয়। পরবের্তীতে ওই ট্যাংকার থেকে ঘটনায় জড়িত আরো দুজনকে আটক করা হয়। এসময় আরো ৫ জন কৌশলে পালিয়ে যায়।’

এই ঘটনায় এস আলম কর্তৃপক্ষ বাদী হয়ে সদরঘাট নৌ-থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২৮মে/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি