আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইয়াছিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৩০) হাটহাজারী উপজেলার ফতেহপুর এলাকার মো. আতাউর রহমানের ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, ‘বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চৌধুরীহাট রেলস্টেশনে ট্রেনের ছাদে উঠার চেষ্টা করছিলেন তিনি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে ওঠেন ওই ব্যক্তি। ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে গিয়ে দুই বগির সংযোগস্থলে ওঠার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রেন ছেড়ে দিলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাতের অর্ধেক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আজকের সারাদেশ/৩১মে/এএইচ