দুপুর ১২:০৪, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর সমুদ্রে বিকল ট্রলার, ১০ দিন পর উদ্ধার ২১ জেলে

আজকের সারাদেশ প্রতিবেদন:

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার জেলেদের সবাই ভোলার মনপুরা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৩০মে) কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগর থেকে উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

বুধবার (৩১ মে) কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মে এফ ভি জুনায়েদ নামের একটি ট্রলার নিয়ে ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরতে সমুদ্রে যান ২১ জন জেলে। এক পর্যায়ে  ট্রলারটি বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ৩০ মে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড ও নৌ বাহিনীকে জানান। তবে গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি জেলেরা। কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে কক্সবাজারে কর্মরত নৌবাহিনী, কোস্টগার্ডের অভিযানে নামে। বুধবার (৩১ মে) বেলা ১২টার দিকে মাছ ধরার ট্রলারসহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের খাবার সরবরাহ করা হয়। কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলার সহায়তায় জেলেসহ ট্রলারকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই ভোলার মনপুরা থানার বাসিন্দা। ট্রলারটির মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলেরাও বাড়ি ফিরছেন।

এই বিষয়ে বাহিনীটির পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট এস এস তাহসিনুর রহমান জানান, সাগরে যাওয়ার ৪ দিনের মাথায় ২০ তারিখ তাদের মাছ ধরার ট্রলারটি বিকল হয়ে যায়। ১০ দিন ধরে তারা ওই বিকল ট্রলারের সাগরে ভাসতেছিল। এই ১০ দিন ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় তারা সাহায্যের জন্য জানাতে পারেনি।

উদ্ধার জেলেদের নিজ এলাকায় ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/৩১মে/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত