রাত ১০:৫৭, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসার পাইপ ফেটে ঝরনা, দুর্ভোগে পথচারীরা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম ওয়াসার পাইপ ফেটে ঝরনা হওয়া যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কখনো রাস্তার মাঝে আবার কখনো বাসার গলিত মাটি ফেটে পানি অপচয় হচ্ছেই। তবে কোনো উদ্যোগ না নিয়ে বারবার দায় সারা কথা বলছে সংস্থাটি।

এবার নগরীর মুরাদপুরে পাইপ ফেটে ঝরনায় রূপ নিয়েছে। এতে দুর্ভোগ পড়েন সাধারণ পরচারীরা।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সরেজমিনে দেখা যায়, মুরাদপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ করা ব্রিজের পাশে থাকা ওয়াসার পাইপ লাইন ফেটে যায়। ওই পাইপ থেকে দ্রুত গতিতে পানি বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। এটিকে দেখতে তখন মনে হচ্ছিল কোনো ঝরনা।

ওয়াসার এই পানি গড়িয়েছে মুরাদপুরের নির্মাণাধীন ব্রিজ পর্যন্ত। পানিতে থই থই ওই পথে দুর্ভোগে পোহাতে দেখা যায় সাধারণ মানুষদের৷ কেউ কেউ আবার জুতা হাতে নিয়ে পার হয়েছেন।

মো. মোরশেদ নামের এক পথচারী বলেন, দুপুরে যাওযার সময় দেখলাম শুকনা পথ, এখন দেখছি পানিতে থই থই। পরে দেখি ওয়াসার পাইপ ফেটে গেছে।

অবশ্য পাশে দাঁড়িয়ে বিষয়টি বেশ কয়েকজন পথচারি উপভোগ করছিলেন। তাদের মধ্যে জসিম নামের একজন বলেন, পানিগুলো খুব সুন্দরভাবে বের হচ্ছে। দেখতে একদম ঝরনাম মতো। তাই একটু দেখছিলাম।

চট্টগ্রাম ওয়াসার মড-২ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার সময় ওয়াসার পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আমাদের ওয়াসার কর্মীরা গিয়ে গেটবাল্ব বন্ধ করেন। এখন লাইনটি মেরামতের কাজ চলছে।

এমন ঘটনা বারবার ঘটার কারণ জানতে চাইলে তিনি বলেন, লাইনগুলো বেশ পুরোনো। তাই পানির হালকা চাপেই লাইন ফেটে পানি বের হতে থাকে। এর একমাত্র সমাধান হতে পারে নতুন লাইন বাসানো। যা বেশ সময় সাপেক্ষ বিষয়।

এনিয়ে ১০ দিনের মাথায় তৃতীয়বারের মতো ঘটছে এমন ঘটনা। গত ২১ মে নগরের বহদ্দারহাট এলাকার হাজি চান মিয়া সড়কের দিগন্ত খাজা শপিং সেন্টারের সামনে পানির ফোয়ারার সৃষ্টি হয় ওয়াসার পাইপ ফেটে। এছাড়া গত ২৯ মে চেরাগী পাহাড় এলাকায়ও পাইপ লাইন ফেটে পানি উঠতে দেখা যায়।

আজকের সারাদেশ /৩১ মে/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা