রাত ৯:৫৭, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

টেবিলে বসাকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চবি প্রতিনিধি:

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যা থেমে থেমে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে।

শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক দুই উপ-গ্রুপ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে কয়েকজন আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে টেবিলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সিনিয়র-জুনিয়রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, ঢাকা হোটেলে জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝামেলা শুরু হয়েছিলো। ঘটনা সংঘর্ষে রুপ নিলে ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে। তবে গুরুতর আহত হয়নি কেউ। রাত সাড়ে ১২টার দিকে প্রক্টরিয়াল বডি এসে কথাবার্তা বলে বিষয়টি মিটমাট করে দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।

আজকের সারাদেশ/০১জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা