চবি প্রতিনিধি :
রাতের সংঘর্ষের রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন।
বৃহস্পতিবার (১জুন) দুপুর দেড়টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে এই দুই গ্রুপ। পুলিশ ও প্রক্টরিয়াল বডির সামনেই চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।
শাহ আমানত হলের রমজান নামের একজন গুরুতরভাবে আহত হয়েছে। প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান করছে। রিপোর্ট লেখার (২ টা ৩০ মিনিট) সময় হলের ভেতর সংঘর্ষ চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চবির সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমজানকে উদ্ধার করে আমরা এম্বুলেন্সে চমেকে পাঠিয়েছি। সংঘর্ষ এখনো চলছে। প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা তাদের সংঘর্ষ বন্ধে কাজ করছি।
এর আগে বুধবার রাতে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিন ৯ জন আহত হয়েছে।
আজকের সারাদেশ/০১জুন/এএইচ