সন্ধ্যা ৭:৫৯, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে পাওয়া যায় সেখানেই ম্যাজিস্ট্রেটকে গুলির হুমকি

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভেজাল বিরুধী নানা অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌনে ৮ টা থেকে ৯ টার মধ্যে মুঠোফোনে দুই দফা কল করে হুমকী তাকে হুমকী দেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি অফিসের কাজে ঢাকায় এসেছি। আজ সকাল ৮ টা ৪৪ ও ৮ টা ৪৮ এর দিকে দুটো কল আসে, একটা আইপি (+৫৭২৫৮২৪৭৮) কল, অন্যটি ফোন নম্বর (+৮৮০১৯৪২২০৬০৩১) থেকে।’

‘কল করে আমাকে যেখানে পাবে সেখানে গুলি করবে, জবাই করবে এসব কথা বলছে৷’

হুমকীদাতার কথায় সাম্প্রতিক কোনো অভিযানের বিষয়ে ইঙ্গিত পাওয়া না গেলেও তাঁর ধারণা ৩০ মে নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ নামের একটি প্রতিষ্ঠানের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করায় কেউ ক্ষুব্ধ হয়ে এই হুমকি দিয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘তার (হুমকীদাতার) কথায় সাম্প্রতিক কোনো অভিযানের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তিনি আমার ধর্ম উল্লেখ করে বাজেভাবে গালাগাল করছিলেন। অন্যদিকে ৩০ মে চকবাজারে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ নামের যে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছিলাম, সেটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল। তাছাড়া ওই অভিযানে জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করা হয়েছে। তাই কাজটি তাদের কেউ করতে পারে বলে ধারণা আমার।’

এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাবিক হাসান বলেন, ‘প্রতীক দত্তকে মুঠোফোনে হুমকীর ঘটনায় ঢাকার শাহবাগ থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার নিরাপত্তা ও হুমকীর বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

তবে এই ধরনের হুমকীতে জেলা প্রশাসনের কাজে কোনো প্রভাব পড়বে না। এমনকি কর্মকর্তারাও চিন্তিত নন বলে জানিয়েছেন জেলা প্রশাসন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হুমকীদাতাকে বের করে আইনের কাঠগড়ায় দাড় করানো। তবে এসব হুমকীতে আমাদের অফিসাররা চিন্তিত নন।’

আজকের সারাদেশ/০১জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত