আজকের সারাদেশ প্রতিবেদন:
২০২৩-২৪ অর্থ বছরে দেশে ডিজিটাল ব্যাংক স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের মধ্যে একটি ডিজিটাল ব্যাংক স্থাপন করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি ডিজিটাল ব্যাংক নিয়ে কাজ করছে। ডিজিটাল ব্যাংকের রূপরেখা প্রণয়ণের কাজ শেষ হয়েছে। আশা করছি আগামী অর্থবছরে একটি ডিজিটাল ব্যাংক চালু করতে পারব।
এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংক চালু করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
বর্তমানে দেশে কার্যক্রম পরিচালনা করছে ৬১ টি ব্যাংক। এরমধ্যে ৬ টি সরকারি ও বাকীগুলো বেসরকারি।
আজকের সারাদেশ/০১জুন/এএইচ