আজকের সারাদেশ প্রতিবেদন:
বিশ্বে ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে দেশের অবস্থান সপ্তম বলে জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এই তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ ছাগলের মাংস উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে। চাল উৎপাদনে দেশ বিশ্বে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ, ইলিশ উৎপাদনে প্রথম, মাছ উৎপাদনে দ্বিতীয়, সজবি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয় এবং আলু ও আম উৎপাদনে সপ্তম।’
মন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে কোভিড-১৯ ও চলমান বৈশ্বিক সংকেটর মাঝেও কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। ধান, ভুট্টা, আল, সবজি ও ফলসহ অন্য ফসল উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
করোনার দখল কাটিয়ে উঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কায় তছনছ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির বেহাল দশার মধ্যেই ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন কাড়তে এমন উচ্চাভিলাষী বাজেট পেশ অর্থমন্ত্রীর।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩ টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে বাজেট পড়া শুরু করেন অর্থমন্ত্রী।
জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।
আজকের সারাদেশ/০১জুন/এএইচ