ভোর ৫:৩০, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির পিএসজি অধ্যায় শনিবারেই শেষ!

আজকের সারাদেশ ডেস্ক:

ফুটবল তারকা লিওনেল মেসির ‍পিএসজি ছাড়ার গুঞ্জন যেন এবার বাস্তবেই রূপ নিচ্ছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর। চলতি মৌসুম শেষে ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যদিয়ে শনিবারেই শেষ মেসির পিএসজি অধ্যায়।

বৃহস্পতিবার মেসির পিএসজি ছাড়ায় বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, আগামী শনিবার ক্লেরমঁ ফুতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৩৫ বছর বয়সী তারকা।

গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে প্যারিসে আসেন মেসি। পিএসজির হয়ে টানা দুটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। গত সপ্তাহে মেসির গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে গালতিয়েরের দল।

পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদি আরব সফরে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন হওয়ায় তখনই শোনা গিয়েছিল, মৌসুম শেষে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তিনি। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। অবশ্য মেসি নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চান। তাঁর নিষেধাজ্ঞাও কমে আসে এক ম্যাচে। পিসএজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন।

আগামী শনিবার নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি।

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সম্ভাবনা কমে এসেছে বার্সায় ফেরার।

আজকের সারাদেশ /২ জুন/এসএস

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা