রাত ১২:৪৮, বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত গাড়িতে পাথর নিক্ষেপ: আহত ব্যবসায়ীর মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:

গেলো বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় হঠাৎ ছুটে আসা পাথরের আঘাতে গুরুতর আহত হন ব্যবসায়ী ইব্রাহীম। আঘাত পেয়ে ফোন করেন একমাত্র ছেলে ওমর ফারুক ইমনকে। ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি। আহত ইব্রাহীম ছেলেকে বলেন, ‘ইমন, আমার চোখ-মুখ বন্ধ হয়ে যাচ্ছে।’ বাবাকে আস্বস্ত করেন ইমন। বলেন, ‘আপনার কিচ্ছু হবে না। আমি আছি।’ একমাত্র ছেলের কথা শুনে তিনি আশ্বস্ত হয়েছিলেন হয়তো। তবে শেষ পর্যন্ত ছেলের কথা সত্য হয়নি, ঘটনার তিনদিন পর শনিবার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ইব্রাহীম।

বাবার সাথে সর্বশেষ কথোপকথনের বিষয়টি গেলো বৃহস্পতিবার নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেছন ইমন। তিনি লিখেন, ‘বাবা আর কাউকে কল দেয়নি, আমাকে ভরসা করে কল দিয়েছিলেন। আমি বাবার জন্য কিছু করতে পারেনি। এটা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে।’

চলন্ত গাড়িতে অজ্ঞাত ব্যাক্তির ছোড়া পাথরে আহত হওয়ার পর তৎক্ষনাৎ ঢাকায় নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী ইব্রাহীমকে। এরমধ্যে ঘটনার আধা ঘন্টার মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেসময় আইসিইউ শয্যা খালি ছিলোনা ঢামেক হাসপাতালে। রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালে চেষ্টা করেও আইসিইউ শয্যা পাননি স্বজনরা।

ইমনের চাচাতে ভাই কামরুল হোসাইন সবুজ বলেন, ‘ঢাকা মেডিক্যালসহ কয়েকটা বেসরকারি হাসপাতালে খবর নিয়ে আইসিইউ না পাওয়ায় ওনাকে সড়ক পথে চট্টগ্রামে নিয়ে আসা হয়। ঘটনার ১৮ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ওনাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দশটার দিকে ওনার মৃত্যু হয়।’

নিহত ৬০ বছর বয়সী মো. ইব্রাহীম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকার বাসিন্দা।

গাছের ব্যবসা করতেন ইব্রাহীম। চট্টগ্রাম থেকে ট্রাকযোগে গাছ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। চালকের পাশের আসনে বসা অবস্থায় হঠাৎ ছুঁড়ে আসা পাথর তার মাথার বাম পাশে আঘাত করে। ইমনের বন্ধু মো৷ নাঈম এই বিষয়ে বলেন, ‘যতটুকু জেনেছি ওনি চালকের পাশের আসনে বসা ছিলেন। চলন্ত গাড়িতে হঠাৎ ছুঁড়ে আসা পাথর তার মাথার বাম পাশে আঘাত করেছিলো। এর আধাঘন্টা পরই তিনি সংজ্ঞা হরান।’

সড়কের পাশে শিশুরা খেলাধূলার সময় পাথর ছুঁড়েছিল বলে ধারণা পুলিশের। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তো এরকম কোনো অভিযোগ পাইনি। তবে শুনেছি বুধবার সন্ধ্যায় দুটা শিশু একটা গাড়িতে পাথর মেরেছিল, ওই ইটে চালক বা তার পাশে থাকা কেউ আহত হয়েছেন৷ আমরা বিস্তারিত জানতাম না, কেউ আমাদের অভিযোগও জানায়নি। ঘটনাটি ঘটেছে টোল প্লাজার পাশে, ছয়টার দিকে তো ডাকাতি হয় না, বা হওয়ার কথাও না। শিশুরা খেলার সময় পাথর মেরেছিল হয়তো। আমরা তবুও ঘটনাটি তদন্ত করছি।’

আজকের সারাদেশ/০৪জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত