আজকের সারাদেশ প্রতিবেদন:
অবশেষে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। দেশের বাজারে পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকেই আমদানির অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
পেঁয়াজ আমদানি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা থেকে আমদানির অনুমতি বা আইপি নিতে হয় আমদানিকারকদের। আমদানির অনুমতির ঘোষণায় আগামীকাল থেকে আইপি নিতে পারবেন আমদানিকারকরা।
গেলো রমজানের পর থেকে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। কয়েক দফা বেড়ে দেশের বাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট পেঁয়াজের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ক্রেতাসাধারণের কথা চিন্তা করে শেষ পর্যন্ত সরকার আমদানিরই সিদ্ধান্ত নিল।
গেলো বছর চাহিদার চেয়ে অধিক আমদানির কারণে ক্ষতিগ্রস্থ হন পেঁয়াজ চাষীরা। তাই চাষীদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে একার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার।
আজকের সারাদেশ/০৪জুন/এএইচ