বিকাল ৩:০৯, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ গ্রেপ্তার ২

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের কর্ণফুলী থেকে প্রায় পাঁচ হাজার লিটার চোরাই অকটেন জব্দ করেছে র‌্যাব৷ এসময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তারও করে বাহিনীটি। জব্দ করা জ্বালানী অকটেনগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

রোববার দিবাগত রাতে উপজেলার মধ্যম শিকলবাহা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব।

গ্রেপ্তার দু’জন হলেন কর্ণফুলী উপজেলার চরপাথর ঘাটা এলাকার মৃত ইয়াছিন আহাম্মদের পুত্র কোরবান আলী (৪৮) ও পটিয়ার চরকানাই এলাকার আব্দুল মতিন পুত্র এমদাদ হোসেন হৃদয় (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।

তিনি বলেন, একটি অবৈধভাবে ক্রয়-বিক্রয় করার জন্য চোরাই অকটেন এবং ডিজেল মজুদ করছে। এমন তথ্য পেয়ে আমরা শিকলাবাহা এলাকায় অভিযান পরিচালনা করে একটি দোকানের ভেতর থেকে দু’জনকে আটক করা হয়।

‘পরে দুজনের দেখানো মতে তাদের হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহ করা ৪ হাজার ৯৫৫ লিটার চোরাই অকটেন জব্দসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার অকটেনের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি থেকে অকটেন ও ডিজেল চুরি করে কম দামে পাইকারী-খুচরা মূল্যে বিক্রি করতো।

গ্রেপ্তার আসামিদের ও উদ্ধার অকটেনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আজকের সারাদেশ /০৫ জুন/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা