রাত ৪:২১, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানির খবরে দাম কমেছে পেঁয়াজের

আজকের সারাদেশ প্রতিবেদন:

সোমবার (০৫জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। আর পেঁয়াজ আমদানির খবরে পাইকারি বাজারে ২৫ থেকে ৩০ টাকা কমেছে পণ্যটির দাম, যার কিছুটা প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

সোমবার দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে রোববার আমদানির ঘোষণার আগ পর্যন্ত এই বাজারে ৯০ টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হয়েছিল। পেঁয়াজ আমদানির অনুমতির খবর ছড়িয়ে পড়ার পর রোববারই কেজিতে ২০ টাকা কমে পণ্যটির দাম। একদিন পেরোতেই আরো ১০ টাকা দাম কমে পেঁয়াজের। 

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, ‘আমদানির অনুমতির খবর ছড়িয়ে পড়ার পর পাইকারী ক্রেতারা পেঁয়াজ কথা না বন্ধ করে দেন। এতে পাইকারী ব্যবসায়ীরা রোববার ২০ টাকা ও সোমবার আরো ১০ টাকা দাম কমিয়েছে। এখন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে,  তাতেও ক্রেতা নেই। সবাই আমদানির অপেক্ষা করছে হয়তো।’

পেঁয়াজসহ ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য আমদানিকারকদের দোষেন এই ব্যবসায়ী। তিনি বলেন, ‘পেঁয়াজ, আদা সহ সব পণ্যের দাম বৃদ্ধির জন্য আমদানিকারকরাই দায়ী। তারা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে বাজার নিয়ন্ত্রণ করে।’

তিনি জানান, আইপি (অনুমতিপত্র) চট্টগ্রামে আসতে সময় লেগেছে। আমদানিকারকরা আইপি পেয়েছে তিনটায়। আজ (সোমবার) কিছু পেঁয়াজ ঢুকতে পারে। কাল থেকে থেকে পুরোদমে ঢুকবে। আমদানির পর দাম আরো কমবে পেঁয়াজের দাম। তবে এতে পেঁয়াজ চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন। যারা অতিরিক্ত পেঁয়াজ মজুদ করে রেখেছে, তারাও বিপদে পড়বে। 

এদিকে পেঁয়াজ আমদানির খবরে খুচরা বাজারেও ১৫ থেকে ২০ টাকা কমেছে পণ্যটির দাম। বর্তমানে চট্টগ্রামের খুচরা বাজারে ৮০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 

সোমবার নগরীর ২ নং গেইট এলাকার কর্ণফুলী মার্কেটে খোঁজ নিয়ে দেখা যায়, আহমদীয়া ট্রেডার্সে ৮০ টাকা, এসএস মার্টে ৮৫ টাকা, কোয়ালিটি ডিপার্টমেন্ট স্টোরে ৯৫ টাকা ও কর্ণফুলী ট্রেডার্সে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। একইভাবে নগরীর অক্সিজেন এলাকার আনয়ার স্টোর ও পাঁচলাইশ এলাকার উৎসব সুপারশপে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে পণ্যটি।

গেল রমজানের পর থেকে দেশের বাজারে হুঁহু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। কয়েক দফা বেড়ে দেশের বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১০০ টাকার বেশি দামে বিক্রি হতে থাকে। পাইকারী বাজারে যা ছিলো ৯০ থেকে ৯৫ টাকা পর্যন্ত। 

এরমধ্যে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর প্রেক্ষিতে রোববার (০৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানায় কৃষি মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেলো বছর চাহিদার চেয়ে অধিক আমদানির কারণে ক্ষতিগ্রস্থ হন পেঁয়াজ চাষীরা। তাই চাষীদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে এবার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার।

আজকের সারাদেশ/০৫জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা