রাত ১২:৩৮, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা, বিব্রত নন ওসি!

আজকের সারাদেশ প্রতিবেদন:

জন্মদিন এলে স্বাভাবিকভাবেই অনেকে শুভেচ্ছা জানান। যার জন্মদিন তিনি যদি পরিচিত বা ক্ষমতাবান হন-তাহলে তো শুভেচ্ছার বহরটা আরও বেশিই হয়। সে অনুযায়ী চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন সবুজকে জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছিলেন ছাত্রদলের কয়েকজন নেতা। সেই শুভেচ্ছা নিয়ে আবার ক্ষোভের কথা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুন হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজের জন্মদিন ছিল। সেই দিন তাঁকে দেখা করে ও ফেসবুকে অনেকে শুভেচ্ছা জানান। ফেসবুকে কার্ড বানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খালেক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরীসহ কয়েকজন নেতা-কর্মী।

তকিবুলের দেওয়া শুভেচ্ছা কার্ডের উপরের দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলের ছবিও আছে। নিচে এক পাশে ওসি রুহুল আমীনের ও অন্য পাশে তকিবুলের ছবি আছে।

সালাউদ্দিন খালেকের দেওয়া ফেসবুক কার্ডেও ওপরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। মাঝখানে বড় করে ওসি রুহুল আমীনের ও নিচে সালাউদ্দিন খালেকের ছবি আছে। ফেসবুক পোস্টগুলোতে রুহুল আমীনকে সৎ, যোগ্য ও বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব ও সময়ের সাহসী যোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়। আর দুটি কার্ডেই একেবারে ওপরে ছাত্রদলের মূলনীতি-‘শিক্ষা, শান্তি ও প্রগতি লেখা ছিল।

এদিকে এই শুভেচ্ছা পোস্টগুলো ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এ নিয়ে সোমবার রাতে ফেসবুকে লেখেন উত্তর জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন। তিনি তাঁর পোস্টে লেখেন,‘হাটহাজারী মডেল থানার ওসি সাহেবকে নিয়ে উপজেলা বিএনপি, ছাত্রদলের রমরমা অবস্থা দেখি। ওসি সাহেব আগামী নির্বাচনে হাটহাজারী থেকে বিএনপির প্রার্থী হবেন নাকি?’

জয়নালের সেই পোস্টটিতে ছাত্রলীগ-যুবলীগের অনেকেই মন্তব্য করেন। তাঁদের অনেকে লেখেন একজন ওসিকে নিয়ে ছাত্রদল নেতাদের উচ্ছ্বাস দেখে মনে হয়-ওসি তাঁদের কেউ। কেউ কেউ আবার ওসির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন জানিয়ে লেখেন, ওসিকে বিতর্কিত করতে এই কাণ্ড ঘটিয়েছেন ছাত্রদলের নেতারা। তাঁরা লেখেন ওসি সাহেব এ নিয়ে বিব্রত, তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এর কিছুক্ষণ পর থেকে অবশ্য ওসিকে জন্মদিনে জানানো শুভেচ্ছা কার্ডগুলো ছাত্রদল নেতাদের ফেসবুকে আর দেখা যায়নি।

তবে এ নিয়ে জানতে ফোন করা হলে হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন বিব্রত নন বলে জানিয়েছেন। বিএনপির নেতাদের সঙ্গে নিজের ছবি লাগিয়ে শুভেচ্ছা পোস্টে বিব্রত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিব্রত হওয়ার কি আছে’। এটি বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওসি। এরপর কয়েকবার ফোন করা হলেও তিনি আর ধরেননি।

আর এ বিষয়ে ছাত্রদলের নেতাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আজকের সারাদেশ/০৬জুন/এইচটি/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা