আজকের সারাদেশ ডেস্ক:
তীব্র দাবদাহে প্রাথমিকের পর এবার মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকায় টানা তিনদিন ছুটি পাচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
আদেশে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষককে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজকের সারাদেশ/০৭জুন/এএইচ