রাত ৪:২২, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বন্ধ আদানির বিদ্যুৎ সরবরাহ

আজকের সারাদেশ প্রতিবেদন:

বাংলাদেশ অংশে সঞ্চালন লাইনে ট্রিপ করার কারণে বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে গত কয়েক মাস ধরে গড়ে প্রায় ৭৫০-৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের যোগান দিয়ে অসছিল আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্রটি।

বুধবার বিকেল ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর এখনো সরবরাহ শুরু হয়নি। এদিকে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লা না থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন।

পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, ‘আদানির বিদ্যুৎ আনার জন্য যে সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে সেটা আজ বিকেল ২টা ৪৬ মিনিটের দিকে ট্রিপ করে গেছে। এই জন্য আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ আছে। তবে আমাদের আশা শিগগিরই আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।’

কীভাবে এই সঞ্চালন লাইন ট্রিপ করে গেল জানতে চাইলে তিনি বলেন, বগুড়া থেকে ১৬৫ কিলোমিটার দূরত্বে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সঞ্চালন লাইনে একটি প্রোটেকশন ব্যবস্থা স্থাপন করার সময় লাইন ট্রিপ করে গেছে। ঝড়ের কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অন্যদিকে পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বলেন, সঞ্চালন লাইন ট্রিপ করার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার চেষ্টা করছে রাত ১০-১১টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করতে।

ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঢাকার লোডশেডিং বেড়েছে প্রায় ৩০০ মেগাওয়াট।

ডিপিডিসির এক কর্মকর্তা কর্মকর্তা বলেন, আজ বিকেলে আদানির বিদ্যুৎ আনার জন্য যে সঞ্চালন লাইন আছে সেটা ট্রিপ করে গেছে। এই জন্য ডিপিডিসি এলাকায় লোডশেডিং বেড়েছে ২০০ মেগাওয়াট। অন্যদিকে হঠাৎ করে জাতীয় গ্রিড থেকে ৭৫০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ চলে যাওয়ায় লোডশেডিং বেড়েছে দেশের সব জায়গায়।

আজকের সারাদেশ /০৭জুন/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা