আজকের সারাদেশ প্রতিবেদন:
ঐতিহাসিক ৬ দফা দিবসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরের লালদিঘী ময়দানে নব নির্মিত ৬ দফা মঞ্চে শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (৭ জুন) মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ৬ দফা মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ৬ দফা কে বাঙ্গালীর মুক্তির সনদ বলা হয়। এতো দিন চট্টগ্রামের ৬ দফা দিবস পালনের কোনো স্থান ছিল না। মাননীয় শিক্ষা উপমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই মাঠে ৬ দফা ঘোষণা করেছিলেন সেই মাঠে ৬ দফা মঞ্চ তৈরি করে সেই স্মৃতি সংরক্ষণ করাই আমরা শিক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ঐতিহাসিক ৬ দফা আগামীতেও আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক ছাত্রনেতা বিপ্লব মিত্র, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজীব দত্ত রিংকু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিপু ঘোষ বিলু, শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন তালুকদার, চচট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।
আজকের সারাদেশ/০৭জুন/আইবি/এএইচ