সন্ধ্যা ৭:৫৪, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎসংকট কমাতে উৎপাদন বাড়াচ্ছে বাঁশখালীর ‘এসএস পাওয়ার প্ল্যান্ট’

আজকের সারাদেশ প্রতিবেদন:

চলমান সংকটের মধ্যে দেশের সর্ববৃহৎ বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্লান্ট সর্বোচ্চ উৎপাদনের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে একটি ইউনিটের দৈনিক ২৯০ থেকে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া শুরু করেছে এসএস পাওয়ার। বিদ্যুৎকেন্দ্রটির প্রতি ইউনিটে ৬৬০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে।

বুধবার বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ক্ষমতার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করবে এ কেন্দ্রটি। এতে বর্তমান নাজুক বিদ্যুৎ পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আশা করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় অবস্থিত এক হাজার ৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিট থেকেও খুব শিগগির জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া চলছে। এসএস পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সংকট কমিয়ে জনমনে স্বস্তি আনতে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে এসএস পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পাওয়ার প্ল্যান্টটি এখন সর্বোচ্চ ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে যাচ্ছে। খুব দ্রুতই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি প্রায় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

“ইতোমধ্যে চীন থেকে কয়লা এসেছে পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। এ মাসে আরও একটি কয়লার চালান চট্টগ্রাম এসে পৌঁছানোর কথা রয়েছে।”

চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি’র যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে তাপ বিদ্যুৎকেন্দ্র- এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এ মেগাপ্রজেক্টটি বাস্তবায়নের ফলে জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি শিল্প ও সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে।

আজকের সারাদেশ / ০৮ জুন ২৩ / একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা