আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের হাটহাজারীতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ১৯ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার হাটহাজারীর চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে জানায় বাহিনীটি।
গ্রেপ্তার মো. আব্দুল করিম হাটহাজারী উপজেলার ধলই এলাকার খাইরুল বশরের ছেলে।
র্যাব জানায়, ঘটনার সময় ভোক্তভুগী ওই স্কুলছাত্রী হাটহাজারীর একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করতেন। সেসময় আসামি করিম তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকী দেয় করিম। এরমধ্যে ২০০৪ সালের ২৬ অক্টোর কয়েকজন সহযোগীর সহযোগীতায় স্কুলে যাওয়ার পথে ভোক্তভুগী ছাত্রীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে হাটহাজারীর নির্জন একটি স্থানে তাকে ফেলে রেখে যায় আসামিরা।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ‘এই ঘটনায় ভোক্তভূগীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গা ঢাকা দেয় আসামিরা। সম্প্রতি তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এক পর্যায়ে করিমের অবস্থান শনাক্ত করে হাটহাজারীর চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/০৮জুন/এএইচ