বিকাল ৩:২৫, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দ মিলিয়ে গেল বিষাদে, হায়েনার কামড়ে পঙ্গু হলো ছোট্ট সাঈদ

আজকের সারাদেশ প্রতিবেদন:

ছোট্ট শিশু সাঈদ হাসান। বয়স সবে মাত্র দুই বছর। বাবা-মায়ের কোলে চড়ে চিড়িয়াখানায় পশু-পাখি ও জীবজন্তু দেখতে এসেছিল। সঙ্গে ছিলেন গ্রাম থেকে শহরে বেড়াতে আসা নানা-নানীও। বহুদিন পর ঘরের বাইরে ঘুরতে আসায় সবার মধ্যেই ছিল উৎসবের আমেজ। সেই উৎসব যে কিছুক্ষণ পরেই বিষাদে রূপ নেবে কে জানত?

চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে শিশু সাঈদ মায়ের কোল থেকে নেমে অগোচরে চলে যায় হায়েনার খাঁচার সামনে। ঠিক সেসময় বন্দী খাঁচায় থাকা হায়েনার রাক্ষুসি থাবায় কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাঈদের ডান হাত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। বর্তমানে শিশুটি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল চিকিৎসাধীন।

মিরপুরের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাত ফিট উঁচু বেড়ায় (হায়েনার খাঁচার) নেট লাগানো। এই নেটের ভেতরে বড় মানুষের হাত ঢুকতে পারে না। সাইফ দুই বছরের বাচ্চা হওয়ায় কোনোভাবে সে হাত ঢুকিয়ে দিয়েছে।’

‘চিড়িয়াখানায় সতর্কীকরণ ব্যানার ও মাইকিং করা হয় যে, খাঁচার আশেপাশে যাওয়া যাবে না। কিন্তু অসাবধানতাবশত বাচ্চাটি হাত ঢুঁকিয়ে দিয়েছিল।’

এ ঘটনায় শিশুটির ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটি তার বাবা-মাসহ ৭ জন মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল বলে জানান এসি।

তবে শিশুটির মা দাবি করছেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, আহত শিশুটি বর্তমানে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি। শিশুর বাড়ি রংপুর। তারা সাভারের জিরানী বাজার এলাকায় থাকে। চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হায়েনার নিরাপত্তা বেষ্টনী উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

শিশুটির মামা মো. ইউসুফ জানান, গ্রামের বাড়ি থেকে স্বজনদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল শিশু সাঈদ। পরে মা শিউলী বেগমের কোল থেকে নেমে হায়েনার খাঁচার কাছে গেলে আক্রমণের শিকার হয়।

মো. ইউসুফ বলেন, ‘গ্রামের বাড়ি থেকে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে এসেছে। পরে আমার বোনসহ (সাঈদের মা) আরও কয়েকজন আজ সকালে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। ভেতরে ঢোকার পরে সাঈদ মায়ের কোল থেকে নেমে খাঁচার কাছে গেলে হায়েনা আক্রমণ করে। সাঈদের ডান হাত খাঁচার ভেতর থেকে টেনে ধরে হায়েনা। পরে বাহির থেকে টান দিলে হাত ছিঁড়ে যায়। পরে দ্রুত পঙ্গু হাসপাতালে আনা হয়।’

এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল উল্লেখ করে ইউসুফ বলেন, ‘যে খাঁচায় হায়েনা ছিল তার দুটি পার্ট। ভেতরের পার্টের গেট খোলা ছিল। আমার ভাগনে ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না। দৌড়ে খাঁচার কাছে গেছে। চিড়িয়াখানার লোকজন যদি ভালোভাবে খেয়াল রাখত তাহলে এই দুর্ঘটনা ঘটত না।’

চিড়িয়াখানার কর্মকর্তারা ম্যানেজ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘চিড়িয়াখানার লোকজন নানাভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছে। তাঁরা চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি বলছে, আমরা যেন কোনো কিছু না করি। হাত গেছে, এটাতো আর পাওয়া যাবে না। তাঁরা আমাদের সহযোগিতা করবে। কিন্তু আমার ভাগনে তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। এর দায় কে নেবে।’

আজকের সারাদেশ/০৮জুন/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা