আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম বন্দরের সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন লাভলু। তিনি সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।
ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের খবরে ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক রেজাউল হক লরির নিচে আরও হতাহত হওয়ার আশঙ্কা করছেন।
রাত ১২টার দিকে তিনি বলেন, লরির নিচ থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহত থাকতে পারে।
তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনার ডিপু থেকে তেল সংগ্রহ করে শহরের দিকে আসছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক।
তিনি বলেন, বেপরোয়া গতিতে আসা একটি লরি সড়ক পার হতে গিয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ওই লরিটি উল্টে যায়। ওয়াগনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
লাভলুর পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।
আজকের সারাদেশ/০৮জুন/এসএম