আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের পতেঙ্গায় খাবার দোকানি ও তার কর্মচারীর মারধরে মো. আলমগীর নামের এক ভাসমান পান-সিগারেট বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে পতেঙ্গার চরপাড়া বিচ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ৫০ বছর বয়সী মো. আলমগীর চরপাড়া এলাকার বাসিন্দা।
মারধরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসাইন।
তিনি বলেন, ‘কথা কাটাকাটির জেরে চরপাড়া বিচ এলাকার এক ভাতের হোটেল মালিকের সাথে নিহত আলমগীর মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ওই ভাতের হোটেল মালিক ও তার কর্মচারি মিলে আলমগীরকে মারধর করেন। এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারালে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।’
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/০৯ জুন/এএইচ