সন্ধ্যা ৬:০৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনায় মামলা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সল্টগোলা ক্রসিংয় এলাকায় তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে।

শুক্রবার নিহত মোয়াজ্জেম হোসেনের (৪০) ভাই মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত লরি চালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম। তিনি বলেন, ‘গতকাল রাতে সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে লরির ধাক্কায় কন্টেইনার চাপায় একব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত লরি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’

তেলবাহী ওয়াগনের সাথে লরির সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে প্রধান করে গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদ জমা দিতে বলা হয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বন্দর এলাকার সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি লরি। এসময় লরিটি উল্টে গেলে লরিতে থাকা কন্টেইনার চাপা পড়ে মোয়াজ্জেম হোসেন নামের একজন নিহত হন।

নিহত মোয়াজ্জেম হোসেন (৪০) নগরীর নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা। মোটরসাইকেলে রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আজকের সারাদেশ/০৯জুন/এসএম/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত