আজকের সারাদেশ প্রতিবেদন:
দ্বিতীয় দফায় আবেদনের পর জামায়াতে ইসলামীকে শনিবার সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে দিয়ে দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে কোনো কর্মসূচির পালনের অনুমতি পেল দলটি।
শুক্রবার (৯ জুন) মধ্যরাতে এই অনুমতি দেওয়া হয়।
জামায়াত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশ তাদের রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।
সমাবেশের অনুমতি দিলেও শর্ত বেঁধে দিয়েছে পুলিশ। সেই শর্ত হলো মিছিল করা যাবে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যাবে না।
এর আগে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতকে সড়কে নয় বদ্ধ মিলনায়তনে সমাবেশে করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।
অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করবে জামায়াত। পুলিশই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে।
সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতও সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সাইফুর রহমান জানান, ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। শনিবার লিখিত অনুমতি দেওয়া হবে। তবে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।
এর আগে, এর আগে গত ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াতসমর্থক কয়েকজন আইনজীবী। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদের আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশ্য দু’ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। তখন ছুটির দিন না হওয়ায় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের এ মনোভাবে আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত কর্মসূচি পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে সমাবেশ করতে চেয়ে গত মঙ্গলবার ফের আবেদন করে। বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে, সেখান থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলের অনুমতি চায়।
সর্বশেষ ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর থেকে ঝটিকা মিছিলে সীমাবদ্ধ জামায়াতের কর্মসূচি।
দলীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত।
আজকের সারাদেশ/০৯জুন/এসএম