রাত ৪:০২, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্লিম’ হতে গিয়ে কঙ্কালসার নারী, ভর্তি হাসপাতালে!

আজকের সারাদেশ প্রতিবেদন:

‘তুমি খুব মোটা হয়ে যাচ্ছ। গালের মাংস ঝুলে যাচ্ছে।’ স্বামীর এই টিপ্পনী ভালো লাগেনি রাশিয়ার বেলগোরোডের বাসিন্দা ইয়ানা বোভরোভার। স্বামীর কথায় প্রভাবিত হয়ে নিজেকে ‘স্লিম’ করতে গিয়ে শেষমেশ শুরু করেন ডায়েট। এতে কঙ্কালসার হয়ে পড়েন ইয়ানা । শেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই নারী ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, ওই নারী স্বামীর মন্তব্য শুনে স্লিম হতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয় ।

এক সাক্ষাৎকারে ইয়ানা জানিয়েছেন, চেহারা নিয়ে স্বামীর মন্তব্য তার ভালো লাগেনি। ফলে চেহারায় কীভাবে সৌন্দর্য ফিরিয়ে আনা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। প্রথমেই বেছে নেন জিমকে। নিয়মিত জিম করে শরীরের মেদ ঝরানোর কাজ শুরু করেন ইয়ানা। একই সঙ্গে দিন দিন নিজের খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া শুরু করেন তিনি।

ইয়ানা জানান, তার খাবারের তালিকা থেকে অনেক কিছু ছেঁটে ফেলেন। তার খাবারের তালিকায় ছিল কুকিজ়, চা, ক্যান্ডি, এক টুকরো চিজ, অর্ধেক গ্লাস স্যুপ।

এভাবে দিনের পর দিন জিম এবং খাবারের তালিকায় অসামঞ্জস্যে দ্রুত ওজন কমতে থাকে ইয়ানার। একটা সময় সেই ওজন ২২ কেজিতে পৌঁছয়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইয়ানা। চিকিৎসকেরা তার কথা শুনে চমকে ওঠেন।

তারা জানান, ইয়ানার শরীর ঠিক মতো খাবার না পাওয়ায় ভিতর থেকে দুর্বল হয়ে গিয়েছিল। শরীর শরীরকেই খেতে শুরু করেছিল। এক সময় ইয়ানার ওজন নাকি ১৭ কেজিতে নেমে গিয়েছিল।

আজকের সারাদেশ / ১০ জুন ২৩/ একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা