রাত ১০:২৮, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক অনুষ্ঠান ২২ জুন

আজকের সারাদেশ ডেস্ক:

আগামী ২২ জুলাই চট্টগ্রামে কর্মরত ফটিকছড়ি উপজেলার সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার (১০জুন) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনটি অভিষেক উপলক্ষে ফটিকছড়ি উপজেলার ইতিহাস,  ঐতিহ্য ও গুণী ব্যক্তিদের নিয়ে একটি প্রকাশনা প্রকাশের সিদ্ধান্ত হয়। প্রকাশনার জন্য সাংবাদিক ও কথাসাহিত্যিক বিপুল বড়ুয়াকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি প্রকাশনা কমিটি গঠন করা হয়। 

সংগঠনের সভাপতি মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক।

সভাপতির বক্তব্যে মহসীন কাজী বলেন, ‘আমরা ফটিকছড়ির বাসিন্দা,  চট্টগ্রাম শহরে কাজ করি। আমাদের ফটিকছড়ি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি জনপদ।  এটা দেশে আধ্যাত্মিক জগতের প্রাণকেন্দ্র,  এখানে মাইজভান্ডার শরীফ অবস্থিত। এখানে দেশের অনেক দেশের অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে। ড. এনামুল হক থেকে শুরু করে অনেক কবি সাহিত্যিক ও সাংবাদিকের জন্ম এখানে। ফটিকছড়িতে ১৮ টি চা বাগান রয়েছে, এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগানও এখানে। এগুলো ফটিকছড়িকে সমৃদ্ধ করেছে। এটি একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক উপজেলা। ফেনী জেলার চেয়েও বড় এই উপজেলায় দুটি থানা রয়েছে, এই উপজেলাকে ভাগ করে দুটি উপজেলা গঠন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা যারা চট্টগ্রামে কাজ করি, আমরা ফটিকছড়িকে ব্র্যান্ডিং করব, ফটিকছড়ির কথা বলবো, নিজ উপজেলাকে দেশের বুকে তুলে ধরব। ’

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, আহসান রিটন, ওয়াহিদ জামান, অনুজ দেব বাপু, বাচ্চু বড়ুয়া প্রমূখ। সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃদ্ধ সভায় উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/১১জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা