আজকের সারাদেশ প্রতিবেদন:
রাজশাহীর শ্রীরামপুরে পদ্মায় গোসল করতে নেমে নখেোঁজ দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১১জুন) সকাল ৬ টায় নিখোঁজ সরোয়ার সায়েম ও বেলা ১২ টায় খন্দকার রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ১৭ বছর বয়সী রিফাত ও সারোয়ার রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুর রউফ। তিনি বলেন, বেলা ১২ টায় নিখোঁজ কলেজছাত্র রিফাত সকাল ৬ টায় সায়েমের মরদেহ উদ্ধার করা। নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে। আমরা মরদেহ পুলিশকে দিয়েছি, পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ক্যান্টনমেন্ট কলেজের ৯ শিক্ষার্থী শ্রীরামপুর ঘাটের চরে ফুটবল খেলতে যান। ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন তারা। এক পর্যায়ে রিফাত একটু দূরে যাওয়ায় তিনি ডুবে যেতে থাকেন। তাকে বাঁচাতে এগিয়ে যান সায়েম। এতে দুজনই নদীতে তলিয়ে নিখোঁজ হন।
আজকের সারাদেশ/১১জুন/এএইচ