রাত ৯:৪৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সহকর্মীর মর্মস্পর্শী বর্ণনায় বাউফলের ইউএনও’র মৃত্যুর মুহূর্ত

আজকের সারাদেশ প্রতিবেদন:

ভারতের মুশরী লালবাহাদুর শাস্ত্রী প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন। সেই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ। তিনি তাঁর ফেসবুকে তুলে ধরেছেন আল আমিনের মৃত্যুর সেই মুহূর্তের কথা।

আজকের পত্রিকার পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো।

ভারতে প্রশিক্ষণে গিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী  অফিসার মো. আল আমিন স্যার। মৃত্যু কত নির্মম আর অনিবার্য!! মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসঙ্গে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা নির্বাহী অফিসার। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে ওদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা আর সম্পুর্ণ ভিন্ন স্বাদের খাবারের চ্যালেঞ্জ নিতে পারলে, এ এক দারুণ অভিজ্ঞতা। প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলাম স্যার তাদের মাঝে অন্যতম, প্রতিনিয়ত দিন গুনছিলাম ১১ জুন ভোর বেলায় আমরা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। আজ সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলাম, পথে স্যার হটাৎ বমি করেন। কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন। পরে সিটের সঙ্গে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সবাই ভেবেছিলেন স্যার দ্রুত ঠিক হয়ে যাবেন কিন্ত আমাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী  অফিসার, মো. আল আমিন স্যার। কোন ফাঁকে যে স্যারের হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি। ক্ষমা করবেন স্যার, এতগুলো অফিসার আমরা কাছাকাছি ছিলাম,আপনার অন্তিম মুহুর্তে কেউ কিছু করতে পারলাম না। স্যারের দেড় বছর বয়সী যমজ কন্যা শিশুদ্বয়, স্যারের সহধর্মিণী, পরিবারের সদস্যগণকে মহান আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক।

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত