আজকের সারাদেশ প্রতিবেদন:
সকল প্রচার প্রচারণা ও ব্যতি-ব্যস্ততা শেষে আগামীকাল সোমবার (১২জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
কক্সবাজার পৌরসভা নির্বাচন এবারও অনুষ্ঠিত হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত জানিয়েছেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ১২টি ওয়ার্ডে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে থাকবেন ১৫জন ম্যাজিস্ট্রেট, র্যাবের ১২টি টিম ও ৭৯০ জন পুলিশ সদস্য ও ৭ প্লাটুন বিজিবি। এছাড়াও পৌরসভায় মোট ৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। রবিবার (১১ জুন) বিকেল ২ টায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার ও প্রিসাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হবে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বলা আছে নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়। এর আগেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগামীকাল ১২ জুন এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। সর্বশেষ ২০১৮ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।
আজকের সারাদেশ /১১ জুন ২৩/ একে