আজকের সারাদেশ প্রতিবেদন:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট।
সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, ১২৬টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নৌকা ৮৬ হাজার ৯৯৭ ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫। সে হিসেবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
সকাল ৮টা থেকে সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।
বরিশালে এবার মেয়র পদে লড়েছেন ৭ জন। আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি, বিএনপি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজকের সারাদেশ/১২জুন/এসএম