রাত ৯:০৪, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিজিটাল প্লাটফর্মে গুজব ছড়ানোর ঝুঁকি রোধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রশিক্ষণ কার্মসূচির আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি)। যা তত্বাবধান করছে বিশ্বব্যাপী গণমাধ্যম নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনিউজ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি ও সহকারি অধ্যাপক জুয়েল দাশ।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় বলেন, ‘বর্তমানে প্রিন্ট ও অনলাইন মিলে অসংখ্য সংবাদমাধ্যম রয়েছে দেশে, এটা একদিকে ভালো। কিন্তু তাদের মধ্যে অনেক সংবাদমাধ্যম পেশাদারিত্ব বজায় রাখছে না, যা ইচ্ছে তা লিখে যাচ্ছে। আাবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রন্তিকর তথ্য ছড়ায়, সেই দিক থেকে আমি মনে করি সাংবাদিকতায় ফ্যাক্ট চেকিং খুবই গুরুত্বপূর্ণ, এটার উন্নতি হওয়া উচিত। সার্বিকভাবে যদি বলি, ফ্যাক্ট চেকিংয়ের টূলসগুলো গবেষণার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ।’

এসময় পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান । তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এইন্টারনিউজের সহযোগীতায় বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে সিসিডি। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত করায় আমি তাদের ধন্যবাদ জানাই। প্রতিদিন গণমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরেনের সংবাদ প্রকাশ হয়, এসব সংবাদের সত্যতা যাচাইয়ের উপরই এই প্রশিক্ষণ কর্মসূচি। আমি আশা করি, এখনকার যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করে ও ভবিষ্যতে কাজ করবে, তারা এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পেশাদার সাংবাদিকতা করবে। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার অধিকার আমাদের আছে। সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানিয়ে লিখে বাহবা পাওয়া দেশের জন্য ক্ষতিকর। এধরনের সাংবাদিকতা যারা করেন তারা দেশ ও জাতির শত্রু।’

প্রশিক্ষণ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ। তিনি কর্মক্ষেত্রে প্রতিটি সংবাদের বাস্তবতা যাচাই করে পরিবেশনের দিকনির্দেশনা দেন অংশগ্রহণকারীদের।

অতিথিদের বক্তব্যের পর শুরু হয় মূল প্রশিক্ষণ কর্মসূচি। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি ও সহকারি অধ্যাপক জুয়েল দাশ ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে বিশদ ধারণা দেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিজিটাল প্লাটফর্মে গুজব ছড়ানোর ঝুঁকি রোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন। গুরুত্বপূর্ণ ও ক্ষতিকর তথ্যের উৎস যাচাইয়ে বিভিন্ন ডিজিটাল সরঞ্জামের সাথে পরিচয় করিয়ে দেন। ফ্যাক্ট চেকিংয়ে এসব ডিজিটাল সরঞ্জামের ব্যবহার নিয়েও আলোচনা করেন তিনি। কর্মসূচিতে প্রশিক্ষণের পূর্ব ও পরবর্তী সময়ে পৃথক মূল্যায়নের মাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ে শিক্ষার্থীদের ধারণার পরবর্তনও যাচাই করা হয়।

এসময় বিভাগের সাবেক সভাপতি ও সহকারি অধ্যাপক দিলরুবা আক্তার, জ্যেষ্ঠ প্রভাসক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিবুল ওয়াদুদ অলম, তাসলিমা সুলতানা ইরিন, টিপু সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/১৩জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা