আজকের সারাদেশ প্রতিবেদন:
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ভালো আছেন।
বুধবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
এর আগে গত সোমবার মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তখন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেছিলেন, খালেদা জিয়ার শরীর কিছু খারাপ বোধ হওয়ায় রাতেই হাসপাতালে নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক সমাবেশে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এ জন্য তাঁকে গতকাল (সোমবার) মধ্যরাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
আজকের সারাদেশ/১৪জুন/এসএম