ভোর ৫:০৮, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ ঘিরে নগরজুড়ে যানজট

আজকের সারাদেশ প্রতিবেদন:

বিএনপির সমাবেশ ঘিরে নগরীর কাজীর দেউড়ি ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতো থাকে। ট্রাকে ও অন্যান্য গাড়িতে সমাবেশস্থলে আসেন তারা। এতে একদিকে নগরে চাপ বাড়ে যানবাহনের। অন্যদিকে সমাবেশেের কারণে কাজীর দেউড়ি মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েন তিনটি সড়কের যাত্রী। কারণ মুরাদপুর থেকে কাজির দেউড়ি হয়ে নিউমার্কেট, আগ্রাবাদ থেকে কাজীর দেউড়ি হয়ে চকবাজার ও একেখান থেকে জিইসি ও কাজীর দেউড়ি হয়ে চলাচল করা যানবাহন বন্ধ থাকে।

এসব যানের অধিকাংশ বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে। এতে অন্যান্য সড়কগুলোতে বাড়তি চাপ তৈরি হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বুধবার দুপুর দুটার দিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বহদ্দারহাট থেকে আগ্রাবাদমুখী সিডিএ এভিনিউ, জিইসি থেকে প্রবর্তক হয়ে পাঁচলাইশমুখী ও আর নিজাম রোড, দুই নম্বর গেইট থেকে প্রবর্তক হয়ে চকবাজারমুখী বায়েজিদ বোস্তামি সড়ক ও কেবি ফজলুল কাদের সড়ক, চকবাজারে নবাব সিরাজুদ্দৌলা সড়ক, নিউমার্কেটে আব্দুর রহমান সড়ক, হোসেন শহীদ সহরোয়ার্দী সড়ক, কাজী নজরুল ইসলাম সড়কে তীব্র যানজট দেখা যায়।

এইদিন দুপুর দুটার দিকে নগরীর বহদ্দারহাট থেকে জিইসি হয়ে মেট্রোপলিটন হাসপাতাল যাওয়ার চেষ্টা করছিলেন বাদুরতলা এলাকার বাসিন্দা মুমিন রহমান। কিন্তু গাড়িতে উঠার পরই তীব্র যানজটে পড়েন তিনি। দুপুরে নগরীর দুই নম্বর এলাকায় তিনি বলেন, ‘আমি গাড়িতে উঠেছি এক দেড় ঘন্টা হচ্ছে,  এখনো জিইসি পৌঁছাতে পারিনি। অথচ এটা ১৫ থেকে ২০ মিনিটের পথ। সম্ভবত আজকে বিএনপির সমাবেশের কারনে জ্যাম লেগেছে।’

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে নানা ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকা। সকালে থেকে বিভিন্ন নেতাদের নাম লেখা রঙিব টিশার্ট ও টুপি পরে সমাবেশস্থলে জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

দুপুর থেকে টানা কয়েকঘন্টা চলে সমাবেশ। তবে সমাবেশ ঘিরে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা।

নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘তারুণ্যের সমাবেশ’ নামে এই সমাবেশের আয়েজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। সমাবেশে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/১৪জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা