আজকের সারাদেশ প্রতিবেদন:
সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় যুবদলের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে সমাবেশের দিকে চলে যায় যুবদলের নেতাকর্মীরা। যাওয়ার পথে যুবদলের নেতাকর্মীরা জামালখান এলাকায় বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতারা।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক বলেন, ‘তারা সমাবেশে যাওয়ার পথে আমাদের নেত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছিলো। তাই আমরা এর প্রতিবাদ করেছি। পরবর্তীতে তারা সমাবেশের দিলে পালিয়ে যাওয়ার সময় জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করেছে।’
তবে এই বিষয়ে যুবদলের কারো বক্তব্য পাওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘সাড়ে তিনটা চারটার দিকে তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
আজকের সারাদেশ/১৪জুন/এএইচ