আজকের সারাদেশ প্রতিবেদন:
জাতীয়তাবাদী ছাত্রদল , যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দিলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পূর্ব বক্তব্য দিতে সমাবেশের মঞ্চে উঠেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এসময় মঞ্চের সামনে নোমান ও আরেক ভাইসচল চেয়ারম্যান মীর নাছিরের অনুসারীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। শুরুতে তাদের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের ফার্ষ্ট এইড বুথে চিকিৎসা নিতে দেখা গেছে।
সংঘর্ষের সময় কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে হাতের ইশারায় তাদের শান্ত করেন। ঘটনাস্থলে উপস্থিত বিএনপির একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সংঘর্ষ জড়ানো দুই পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘তারুণ্যের সমাবেশ’ নামে এই সমাবেশের আয়েজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। সমাবেশে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আজকের সারাদেশ/১৪জুন/এএইচ