আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় পুলিশের তল্লাশী চৌকিতে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে ‘মারশা ‘ পরিবহনের একটি বাস থেকে তাদের ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে জুলি ও গীতা ধরের কোমরে পেচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাস যোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।’
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানান তিনি।
আজকের সারাদেশ/১৬জুন/এএইচ