বিকাল ৪:৫২, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৬০০ পেরিয়ে বাংলাদেশের লীড, সেঞ্চুরির পথে মুমিনুল

আজকের সারাদেশ প্রতিবেদন:
রাজধানীর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টের তৃতীয় দিন শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় সেঞ্চুরির পর মুমিনুলের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬০২ রানে।

দুই বছর পর টেস্ট খেলতে নামা আফগানিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে ৩৮২ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ১৪৬ রানে থেমে যায় আফগানদের রানের চাকা।

লিড নিয়ে শুরু করা দ্বিতীয় ইনিংসে দ্যুতি ছড়ান বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও সেঞ্চুরি হাঁকান শান্ত। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তার দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে সাদা-মাটা ক্যাচে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫১ বলে ১২৪ রান। 

শান্ত ফেরার পর লিটনকে নিয়ে লীড বড় করতে থাকেন মুমিনুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৮৮ রান করেন ১০৬ বল খেলে। ৪৩ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাশ। দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ ৬৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৬৬ রান।

এর আগে মাহমুদুল হাসান জয় ১৭ রান করে আমির হামজার শিকারে পরিণত হন। অপর ব্যাটার জাকির হাসান সেঞ্চুরি করতে না পারলেও শান্তর সঙ্গে গড়েন ১৭৩ রানের জুটি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের ঝুলিতে ৭১ রান যোগ করেন তিনি। ইনিংস বিরতির পর শান্ত সাজঘরে ফিরলে মাঠে এসে মাত্র ৩ বলে ৮ রান যোগ করে ফেরেন মুশফিক৷ এরপর লিটনকে নিয়ে ইনিংস গোছাতে থাকেন মুমিনুল।

আজকের সারাদেশ/১৬জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত