রাত ৯:২০, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ দিনে বেনাপোল দিয়ে ঢুকল ৭২৭ টন পেঁয়াজ

আজকের সারাদেশ প্রতিবেদন:

সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়ার পর ১০ দিনে বেনাপোল দিয়ে দেশে ৭২৭ টন পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল পর্যন্ত এসব পেঁয়াজ আসে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শেখ ইনাম হোসেন বলেন, গত ‌৫ জুন সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল। ওইদিন রাতে তিন ট্রাকে ৭৫ টন আমদানির মধ্য দিয়ে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এ পর্যন্ত ৭২৭ টন পেঁয়াজ এই স্থল বন্দর ভারত থেকে এসেছে।

দেশি পেঁয়াজের ন্যায্যা মূল্য যেন কৃষকরা পান— এ লক্ষ্যে গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির বন্ধ রেখেছিল সরকার। দেশে মে মাসের মাঝামাঝি থেকে পণ্যটির দাম বাড়তে থাকে। ২৫-৩০ টাকার পেঁয়াজের ১০০ টাকা পর্যন্ত কিনতে হয় ভোক্তাদের। এরপর বাজার নিয়ন্ত্রণ ও চাহিদার ভারসাম্য ফিরিয়ে আনতে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

ভারতীয় পেঁয়াজ আমদানির প্রভাবে দেশী পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য কয়েকশ টন ইমপোর্ট পারমিট (আইপি) করেছেন আমদানিকারকরা। সেগুলোর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ আসছে বেনাপোল দিয়ে। ভোমরা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়।

আজকের সারাদেশ /১৬ জুন ২৩/জেএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা