আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনায় কুখ্যাত শিবির ক্যাডার নাছিরের অন্যতম সহযোগী শিবির ক্যাডার গিয়াস উদ্দিন আহমেদ ওরফে জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন আহমেদ ওরফে জাহেদ ওরফে জাহিদ্দ্যে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার প্রয়াত মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গিয়াস উদ্দিন আহমেদ ওরফে জাহেদ একজন দুর্ধর্ষ শিবির ক্যাডার। সে চট্টগ্রামের একসময়ের ত্রাস কুখ্যাত শিবির ক্যাডার নাছিরের সহযোগী ছিল। কিন্তু ২০০৯ সালের পর থেকে খোলস বদলে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং তাদের সাথে সখ্যতা গড়ে তুলার চেষ্টা করে। দীর্ঘদিন ধরে এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছে। স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙ্গিয়ে শিবির ক্যাডার নিক্সন ও সরোয়ারের সহযোগী হয়ে চট্টগ্রামে চাঁদাবাজি, অস্ত্র ব্যাবসা, ভুমি দখল ও মাদক ব্যাবসা সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তাকে গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত জাহেদুল কবির বলেন, ‘ম্যুরাল ভাংচুরের ঘটনায় জাহেদসহ ছাত্রদল-যুবদলের ২৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।’
আজকের সারাদেশ/১৬জুন/এএইচ