আজকের সারাদেশ প্রতিবেদন:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সহপাঠী প্রেমিকের বাড়িতে অনার্স পড়ুয়া এক কলেজছাত্রী বিয়ের দাবিতে অবস্থান নেন। এর একদিন পর দুইজনের বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে দুইপক্ষের সম্মতিতে আট লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিননামা সম্পন্ন করেন দক্ষিণ আইচা থানার চরমানিকা এলাকার রেজিস্ট্রার মো. ইব্রাহিম খলিল। বিয়েতে ঐ কলেজছাত্রীর বাবা মৃধা এবং প্রেমিকের বাবাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
ঐ কলেজছাত্রীর বাবা বলেন, মেয়ের যার সঙ্গে সম্পর্ক ছিল, তাকেই সে বিয়ে করছে। এতে হয়তো সে সুখে থাকবে। তাই আত্মীয়-স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী ঐ ছেলের সঙ্গেই তার বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ছেলের বাবা বলেন, ছেলে সংসার করবে, সেজন্য মেয়েও পছন্দ করে রেখেছে। তাই তাদের সুখের কথা ভেবে দুইজনের বিয়ে দেওয়া হয়েছে। আশা করি তারা দুইজন সুখে থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার আলমগীর হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন ঐ কলেজছাত্রী। তাকে বাড়িতে রেখেই পালিয়ে যাব প্রেমিক শাকিল ও তার পরিবারের লোকজন। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
আজকের সারাদেশ / ১৬ জুন ২৩/ একে