দুপুর ২:৫৫, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ঘন্টার বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা.

আজকের সারাদেশ প্রতিবেদন:

মাত্র এক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বৃষ্টিতে নগরীর নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এইদিন বৃষ্টির পর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বহদ্দারহাট, কাতালগঞ্জ, নিউমার্কেট, হালিশহর, বাকলিয়সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে হাটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার ফলে কমে যায় যানবাহন চলাচল। গণপরিবহন আদায় করে অতিরিক্ত ভাড়া। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। নগরীর কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা আক্কাস উদ্দিন বলেন, ‘আমি বৃষ্টির পর নিউ মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম একটা জরুরি কাজে। কিন্তু সড়কে দেখি কোনো বাস নেই৷ পরে রিকশা নিয়ে গিয়ে দেকি তিন পুলের মাথার ওই দিকে হাটু পানি।’

এদিকে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম শহরে। নগরীর আমবাগান আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মো. ইউছুপ বলেন, ‘দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখানে৷ মেঘ ভেঙে গেছে, এখন শহরের আশেপাশে বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী কয়েকঘন্টায় শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’

জলাবদ্ধতা চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা। গত কয়েক দশক ধরেই জলাবদ্ধতার দুর্ভোগ মাথায় নিয়ে চলছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকার চারটি বড় সরকারি প্রকল্প চলছে বছরের পর বছর। এই চার প্রকল্পের প্রতিটিরই সময় ও ব্যয় বাড়লেও সুফল সুফল মিলছে না।

বড় চার প্রকল্পের মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকার সবচেয়ে বড় প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাতে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের এই পকল্পে ইতিমধ্যে খরচ হয়েছে ৩ হাজার কোটি টাকা। জলাবদ্ধতা নিরসনে আরেকটি বড় প্রকল্প ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ও সিডিএ’র হাতে। ২ হাজার ৩১০ কোটি টাকার এই প্রকল্পে ইতিমধ্যে খরচ হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। তারপরও বর্ষা মৌসুমে এর বিন্দুমাত্র সুফল পাচ্ছেনা নগরবাসী।

আজকের সারাদেশ/১৭জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত