দুপুর ২:৪৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা টিকেটে রেল ভ্রমণ, হজে যাওয়ার আগে একাসাথে পরিশোধ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে মুসলিমদের পবিত্র ব্রত হজ্জ পালনের উদ্দেশ্যে যাওয়ার আগে দীর্ঘদিন বিনা টিকেটে রেল ভ্রমণের টাকা একসাথে আদায় করেছেন এক ব্যবসায়ী।

গতকাল শুক্রবার (১৬ জুন) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে হিসেব করে সাড়ে তিন হাজার টাকা জমা দেন তিনি।

ওই ব্যবসায়ীর নাম মো. মুসা। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের হাটহাজারীতে বসবাস করতেন। চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মাঝেমধ্যে লোকাল ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ করতেন তিনি।

তার বিষয়ে প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসলে আমি প্রথমে স্টেশনমাস্টার জাফর ভাইয়ের কাছে নিয়ে যাই। জাফর ভাই প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে যেতে বলেন। তারপর প্রধান বুকিং সহকারীকে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন।’

প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ার বলেন, ‘তিনি আমার কাছে জানতে চান লাকসাম থেকে চট্টগ্রামে যাতায়াতের লোকাল ট্রেনের ভাড়া কত। ভাড়া বলার পর, হিসাব করে তিনি ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এই ধরনের মানুষ আসলে খুবই কম। আমি আশ্চর্য হয়ে যাই।’

ব্যবসায়ী মুসা বলেন, ‘ট্রেনে অনেক দিন বিনা টিকিটে ভ্রমণ করেছি। রেলওয়ে আমার কাছে অনেক টাকা পাওনা। মারা যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই, হিসাব করে রেলওয়েকে প্রাপ্য পরিশোধ করেছি।’

আজকের সারাদেশ/১৭জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত