রাত ১০:০২, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের তালিকা করে ঘরবাড়ি চিহ্নিতের আহ্বান নওফেলের

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম মহানগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করে তাদের ঘর চিহ্নিত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার নগরীর হোটেল সৈকতে ৩১ নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের এই আহ্বান জানান তিনি। 

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাই, আসুন এই কোরবানির মধ্যেই চট্টগ্রাম মহানগরে বিএনপি, বিএনপির সমস্ত অংগসমূহ আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য যা আছে এদের সবার নেতাকর্মীদের একটা তালিকা আমরা অবশ্যই যেন ওয়ার্ড পর্যায়ে সংগ্রহ করি। সংগ্রহ করে সকল নেতাকর্মীর ঘর কোথায় আছে চিহ্নিত করি।’

‘আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটা আঘাত হেনেছে, কাল যদি ওই যুবদল নেতার বাড়িতে একটা লাল মার্ক দিয়ে দেওয়া হয়, ভুলেও এই কাজ তারা করবে না। সমস্ত বিএনপি নেতাকর্মীদের ঠিকানা অনুযায়ী চিহ্নিত করতে হবে। আমাদের ওয়ার্ড কাউন্সিলররা আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, ঠিকানা অনুযায়ী চিহ্নিত করে স্থানীয়ভাবে আসুন আমরা প্রতিরোধ কমিটি করে তাদের ঘরবাড়ি কোথায় আছে চিহ্নিত করি। চিহ্নিত করে প্রয়োজনে লাল মার্ক দিয়ে দেব, এইখানে থাকে বিএনপির একজন কর্মী বা নেতা। যারা হিংসাত্মক কাজ করতে পারে, আর যখন করবে তখন আমরা সামাজিকভাবে জবাবদিহিতার মধ্যে আনতে পারব।’

একটি ইটের জবাবে বিএনপিকে ১০ টি পাটকেল খেতে হবে জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘ইটটি মারলে ১০ টা পাটকেল কিন্তু খেতে হবে। এরা নৃশংস এবং হিংস্র। পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করেছে দ্বিতীয়বারও চিন্তা করে নাই। আওয়ামী লীগও আন্দোলন করেছে, কিন্তু পরিকল্পিতভাবে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ মারার রাজনীতি আওয়ামী লীগ কখনো করেনি। আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন করেছে, সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনো পেট্রোল ঢেলে দিয়ে মানুষকে পুড়ে মরতে দেখার রাজনীতি কখনো করেনি। সংঘাত সংগ্রামে মানুষ মারা গেছে, কিন্তু পরিকল্পিতভাবে শতশত মানুষকে ক্ষমতায় এসে দেশ ছাড়া করার রাজনীতি আওয়ামী লীগ কখনো করেনাই।’

যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে মাতব্বরি করলেও  বাংলাদেশে আসবেনা ইল্লেখ করে নওফেল বলেন, এখন আমাদের হাতো ভালো অস্ত্র আছে, আমাদের সবচেয়ে বড় অস্ত্র মানুষ। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিএনপি ধর্না দিচ্ছে,  তারা খুব ভালো করেই জানে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বাংলাদেশে এসে কোনো মাতব্বরি করবে না। ওয়াশিংটনে বসে বসে ভিসা দিব না, হেন দিব না, তেন দিব না এগুলো বহুত কথা বলতে পারে। বাংলাদেশে এসে মাতব্বরি তারা জীবনেও করবে না৷ এগুলো তারা ভালো করে জানে। তাদের স্বার্থ আছে, তাদের স্বার্থ অনুযায়ী যা পাবে, তারপর তারা কিন্তু চুপ হয়ে যায়। 

তিনি বলেন, আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যক্রম ঠেকানোর জন্য তারা অনেক চেষ্টা করেছে। তারা তুরস্কের রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি লিখেয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার কারো কথা শুনেনি। মতিউর রহমান নিজামি সাহেব থেকে শুরু করে যারা যুদ্ধপরাধ করেছে তাদের সবাইকে কিন্তু ঝুলিয়েছে, শেখ হাসিনার সরকার অনেক কঠিন। ভিসা দেবে না বলে ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনোই নিবৃত্ত করতে পারবে না৷ আমরা সরকারি বাহিনী দ্বারা ক্ষমতাই নাই, আমাদের সংগঠন অনেক মজবুত,  জনগণ আমাদের সঙ্গে আছে৷ 

নেতাকর্মীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সাংগঠনিক কাজে আমরা বেশ শক্তিশালী- এটা কেউ অস্বীকার করতে পারবে না। মোটামুটি অভিযোগ থাকে, দুর্বলতা আছে, অনেক কিছু আছে৷ কিন্তু পরবর্তী বৃহত্তরভাবে বিএনপির সাথে তুলনা করতে গেলে আমরা কিন্তু সাংগঠনিকভাবে শক্তিশালী আছি। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন, সংগঠনের তো অবশ্যই ভোট আছে৷ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে প্রচারণার জায়গায় গিয়ে, যেহেতু আমরা বিগত চৌদ্দ বছর ক্ষমতায় আছি, জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করেছেন, আমরা যারা নেতাকর্মীরা আছি, সেগুলো ঘরে ঘরে গিয়ে আত্মীয়-স্বজন পাড়াপ্রতিবেশি,  বন্ধুবান্ধবের মধ্যে প্রচারণা করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই আত্মসমালোচনাটা অবশ্যই আমাদের করতে হবে।’

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিইনসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, যুবলীগ মহানগরের সভাপতি মাহবুবুল হক সুমন, সাবেক ছাত্রলীগ নেতা মো. শওকত হোসেন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, রুহুল আমিন তপন, নীলু নাগ, ইউনিট আওয়ামী লীগের নুরুল কবির, জয়নাল আবেদীন, ফজল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রুহুল আমিন তপনকে নতুন কমিটির সভাপতি, মো. ইব্রাহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

আজকের সারাদেশ/১৭জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা