রাত ৯:৫৬, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিসিএসআইআর এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’র (বিসিএসআইআর) এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের আওতায় গবেষণাভিত্তিক প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্প সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করে যাবে।

রোববার (১৮ জুন) সকালে ঢাকা ধানমন্ডিস্থ বিসিএসআইআরের সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মুশফিক মান্নান চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, বিসিএসআইআরের সচিব শাহ আবদুল তারিক এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও রিসার্চ কো-অর্ডিনেটর মো. অহিদুল আকবর।

দ্বিপাক্ষিক চুক্তিতে আটটি ধারায় এই চুক্তিতে স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় জার্নাল আর্টিকেল শেয়ারিং, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান, সম্মেলন ও সেমিনার, যৌথ তত্ত্বাবধানে স্নাতকোত্তর, এম.ফিল ও পিএইচডি প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদান-প্রদান, যৌথ প্রকাশনা ও গবেষণা ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ এবং প্রতিষ্ঠান দুটির গবেষণা প্রদর্শন ও প্রশিক্ষণের ব্যবস্থাকরণ করার কথা উল্লেখ্য করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন বলেন, মানসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনের অংশ হিসেবে আমরা ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’র সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছি। এই এমওইউ গবেষণা এবং শিক্ষার অগ্রগতিতে আমাদের যৌথ লক্ষ্যকে সহজতর করবে। আমরা আজ যে অংশীদারিত্ব তৈরি করেছি তা BCSIR এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক গবেষণা উদ্যোগ, সংস্থান ভাগাভাগি এবং দক্ষতা বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষাবিদ এবং গবেষকরা বিসিএসআইআর-এ দক্ষতা এবং ডেটার বিশাল ভাণ্ডারে ব্যবহার করে সহযোগিতামূলক প্রকল্পে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কারের দিকে পরিচালিত করবে এবং আমাদের জাতির সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবে।

আজকের সারাদেশ / ১৮ জুন ২৩/ একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা