আজকের সারাদেশ ডেস্ক:
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
রোববার আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা মুসলিমদের বড় ধর্মীয় উৎসব। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা পালনের পরদিনই বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। বাংলাদেশে ঈদুল আজহা কবে পালিত হবে সেই তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজকের সারাদেশ/১৯জুন/এসএম