দুপুর ২:৪২, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেরোবিতে সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি :

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন ) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিকল্প ফোকাল পয়েন্ট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ও বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে কেন্দ্র করেই একটি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকান্ড পরিচালিত হয়। তিনি বলেন, শিক্ষার্থীরা বয়সে অপেক্ষাকৃত তরুণ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় শিক্ষার্থীরা সেবা গ্রহণের সময় নেতিবাচক কিংবা ইতিবাচক অভিজ্ঞতাগুলি তাদের ভবিষ্যত কর্মজীবনে প্রতিফলিত হয়। এজন্য সেবা প্রদানের সময় তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলাও জরুরি।

বেরোবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে।

আজকের সারাদেশ / ১৯ জুন ২৩/ একে

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত