আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটে শর্টসার্কিটের ঘটনায় প্রায় দুই ঘন্টা ফ্লাইট অবতরণ বন্ধ ছিল। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের লাইট ত্রুটি সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।
হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেইন তাসলিম জানান, রানওয়ের লাইটে শটসার্কিটের সমস্যা ছিল সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। বর্তমানে পরিস্থতি স্বাভাবিক হয়েছে।
আজকের সারাদেশ/২০জুন/সিজে/এএইচ