সন্ধ্যা ৬:৫৬, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ি আহত, নগদ টাকাসহ মালামাল লুট

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম নগরের মুরাদপুরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় মো. জমির উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ি গুরুতর আহত হয়েছেন। এসময় হামলাকারীরা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত ব্যাবসায়ি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ব্যবসায়ির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার পর প্রধান আসামি মো. শাওন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ব্যবসায়ি জমির উদ্দিনকে কয়েকজন যুবক মারধর করেছে। নগদ অর্থ লুটপাটের অভিযোগও পেয়েছি। আমরা ঘটনা জানতে পেরেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় আর যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি শাওন (৩১) নগদের এসআর। ব্যবসায়ি জমিরের সঙ্গে নগদের লেনদেন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাওন কিশোর গ্যাং সদস্যদের নিয়ে এসে দোকানে হামলা চালায়। এসময় ১০ থেকে ১২ জন যুবক ওই ব্যবসায়িকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা দোকানে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে, ক্যাশ ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও ২টি বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

আজকের সারাদেশ/২১জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত