আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক উত্তর) ঘোষিত ট্রাফিক পক্ষ সম্প্রতি শেষ হয়েছে। এই সময়ে বৈধ কাগজপত্র, ফিটনেস ও রোড পারমিট না থাকাসহ নানা অপরাধে ১২ শ’র বেশি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এরমধ্যে ৭৮৮ যান আটকের পর ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন টিটু।
সিএমপি সূত্রে জানা যায়, গত ৪ জুন শুরু হওয়া ট্রাফিক পক্ষে শেষ হয় ১৮ জুন। এই সময়ের মধ্যে নানা অভিযোগে মোট ১ হাজার ২০৮ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বৈধ কাগজপত্র, ফিটনেস ও রোড পারমিট না থাকাসহ নানা অপরাধে ৪২০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং বাকী ৭৮৮ টি যানবাহন আটক করা হয়। আটক যানবাহনের মধ্যে ২৭ টি বাস-মিনিবাস, ২৫ টি ট্রাক কাভার্ড ভ্যান, ১৮ টি পিকআপ ভ্যান, ৮ টি প্রাইভেট কার, ৪৭ টি হিউম্যান হলার, ৩৮৪ টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, ১৬৯ টি টেম্পু, ৭৮ টি মোটরসাইকেল, ১ টি মোভার ক্রেন ও ৬৭ টি ব্যাটারি চালিত অটোরিকশা। এসব যানবাহন আটকের পর ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে যেসব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে রয়েছে ৬৮ টি বাস-মিনিবাস, ৪৮ টি ট্রাক কাভার্ড ভ্যান, ২৩ টি পিকআপ ভ্যান, ৭৪ টি প্রাইভেট কার, ৪৫ টি হিউম্যান হলার, ২৮ টি টেম্পু এবং ১৪৩ টি মোটরসাইকেল। এসব যানবাহন থেকে জরিমানা বাবাদ মোট ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে।
উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন টিটু বলেন, ‘ট্রাফিক পক্ষ চলাকালীন সময়ে নানা অপরাধে ১ হাজার ২০৮ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময়ে গণপরিবহণগুলো নির্দিষ্ট স্টপেজে থামিয়ে যাত্রী পরিবহনে উদ্বুদ্ধ করা হয়। যাত্রী, চালক ও চালকের সহকারীদের মধ্যে সচেতনতামূলত প্রচারণা চালানো হয়। তাছাড়া জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে নগরীর দুই নম্বর গেইট ও জিইসি এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।’
ট্রাফিক পক্ষ চলাকালীন সময়ে পরিবহন মালিক, শ্রমিক, পথচারী ও শিক্ষার্থীদের নিয়ে সভা করা হয়েছে বলে জানান উপ-কমিশনার জয়নুল। তিনি বলেন, ‘ট্রাফিক উত্তর বিভাগের বিভিন্ন পয়েন্টে পরিবহন মালিক, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে রাস্তা পারাপার, নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক আইন সম্পর্কিত সভা করা হয়।’
এর আগে গত ৪ জুন ট্রাফিক উত্তর বিভাগ ঘোষিত এই ট্রাফিক পক্ষ উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। একই সময়ে তিনি নগরীর দামপাড়া এলাকায় একটি বেসরকারি পরিবহনের কাউন্টারে অপেক্ষমান যাত্রীদের জন্য বুক কর্নারও উদ্বোধন করেন।
আজকের সারাদেশ/২২জুন/এএইচ